লাইভ অনুষ্ঠান ‘দায়মুক্তি’ তে যোগ দেবেন শেখ হাসিনা

ইবাংলা ডেস্ক নিউজ

শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার ৫ ফেব্রুয়ারি। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ঘোষণাও দিলেন আওয়ামী লীগ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।

এর আগে, পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথমদিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে। সূত্র বিবিসি বাংলা

ইবাংলা/বাএ