পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে পুলিশের একটি চেকপোস্টে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির কারাক জেলার বাহাদুর খেলা এলাকায় হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন আইনশৃঙ্খলাবাহিনীর বরাতে বলছে, আক্রমণকারীরা ভারী অস্ত্র ব্যবহার করে একটি পুলিশ পোস্টে গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে দীর্ঘক্ষণ উভয় পক্ষের গুলি বিনিময় হয়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রিইনফোর্সমেন্ট এবং জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে। পরে নিহত কর্মকর্তাদের মরদেহ ও আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়ে।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ পরিস্থিতি পর্যালোচনা করতে এলাকা পরিদর্শন করেন এবং হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তা অভিযানের নির্দেশনা দিয়েছেন। তবে কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হামলার নিন্দা করে একে “কাপুরুষোচিত কাজ” বলে অভিহিত করেছেন এবং নিহত অফিসারদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি আশ্বস্ত করেছেন যে সরকার জঙ্গিদের এই অঞ্চলকে অস্থিতিশীল করতে দেবে না। কে-পি মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরও নিহত অফিসারদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, তাদের জন্য রাষ্ট্রীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সন্ত্রাস দমনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিম জুড়ে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত হয়েছে কারণ জঙ্গি তৎপরতা তীব্র হয়েছে, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায়।

ইবাংলা বাএ

গাড়িবোমা হামলায় নিহত ৩৫জঙ্গিপুলিশ সদরদপ্তরেহামলা