আরও ৪৭৭ জন গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্টে

ইবাংলা ডেস্ক

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুটি রামদা/দা এবং তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত চার হাজার ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

ইবাংলা বাএ

অপারেশনগ্রেপ্তারডেভিলহান্টে