জামাল ভূঁইয়া আট বছরের মতো জাতীয় দলের হয়ে খেলছেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি। অথচ তার নামের পাশে ছিল না কোনো গোল। অবশেষে শ্রীলঙ্কায় ‘প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে’ চার জাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন তিনি। তার দারুণ নৈপুণ্যতায় টুর্নামেন্টে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো লাল সবুজের প্রতিনিধিরা।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীলঙ্কায় ২-১ গোলের ব্যবধানে জিতে কোচ মারিও লামোসের শিষ্যরা। প্রথম ম্যাচে সিশেলসের সঙ্গে ড্রয়ের পর বাংলাদেশের সামনে জয়ের বিকল্প ছিল না। অবশেষে জামাল ও তপু বর্মনের গোলে শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে সেই কাজটা সহজ করলো টাইগাররা। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলা শ্রীলঙ্কা সিশেলসের বিপক্ষে জিতলেই ফাইনালে চলে যাবে। অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে বিদায় প্রায় নিশ্চিত মালদ্বীপের।
আরও পড়ুন: আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়
ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রহমত মিয়ার থ্রো থেকে বল পেয়ে দারুণভাবে জালে জড়ান অধিনায়ক জামাল। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে তীব্র প্রতিবাদ জানান বাংলাদেশের ফুটবলাররা। পরে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে গোলের বাঁশি বাজান রেফারি।
তবে ব্যবধান ধরে রেখে বিরতি যেতে পারেনি বাংলাদেশ। ৩২তম মিনিটের মাথায় কর্নার থেকে দলকে সমতায় ফেরান মোহাম্মদ উমেইর। তার গোলে সমতায় প্রথমার্ধ শেষ করে মালদ্বীপ। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠা বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন ডিফেন্ডার তপু বর্মন।
৮৬ মিনিটে মাঝমাঠ থেকে মাহবুবুর রহমান সুফিলের বাড়ানো বলে মালদ্বীপ ডি-বক্সে ঢুকে পড়েছিলেন জুয়েল রানা। তাকে আটকাতে ফাউল করে বসেন গোলরক্ষক আলী নাজি। লঙ্কান রেফারি ফাউলের বাঁশি বাজালে স্পট কিক নেন তপু বর্মণ। তপুর জোরের সঙ্গে নেওয়া শট জালে জড়ালে ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে শেষবার হারের স্বাদ দেয় বাংলাদেশ।
ইবাংলা/ নাঈম/ ১৩ নভেম্বর, ২০২১