দুইটি বগি না নিয়েই সাগরদাঁড়ি এক্সপ্রেস খুলনায়

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী থেকে খুলনা রুটে চলাচল ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেস চলন্ত অবস্থায় হরিয়ান স্টেশন এলাকায় দুটি বগি রেখে খুলনা চলে যায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে বগি দুটি মূল ট্রেন থেকে খুলে যায়। এরপর গড়তে গড়তে বেলপুকুর পর্যন্ত যায়। তবে ওই বগিগুলোতে কোনো যাত্রী ছিল না।

আরও পড়ুন…টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন : সিইসি

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপরে হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল।

এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে।

এ বিষয়ে হরিয়ানা স্টেশনে মাস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইবাংলা/ বাএ