রহস্যাবৃত আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনে রাঙামাটির সাজেক পর্যটন স্পটের চেহারা বদলে যাওয়ায় আপাতত সেখানে পর্যটক যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় জারিকৃত এক পত্রাদেশ জারির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন…চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান স্বাক্ষরিত “সাজেক ভ্রমনের বিষয়ে পর্যটকদের নিরুৎসাহিত করণ সংক্রান্ত” পত্রাদেশে উল্লেখ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৫/০২/২০২৫ ইং তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমন নিরুৎসাহিত করা হলো।
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে সাজেকে দুই দফায় অগ্নিকান্ডের ঘটনায় ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। সোমবারের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাকে কেন্দ্র করে অগ্নিকান্ডের সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
রাঙামাটির জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক আদেশের উল্লেখ করা হয়, সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ার ঘটনার তদন্তের জন্য রাঙামাটির স্থানীয় সরকারের উপ-পরিচালককে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এই কমিটির সদস্যগণ হলেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক, সাজেকের দায়িত্বপ্রাপ্ত দীঘিনালা উপজেলা বিদ্যুত উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে সংঘঠিত অগ্নিকান্ডের উৎস ও কারণ উৎঘাটন ও এই জাতীয় দূর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ করতে বলা হয়েছে।
ইবাংলা/ বাএ