বাংলাদেশে আর কোন বিভাজন থাকবে না: নাহিদ ইসলাম

ইবাংলা ডেস্ক

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না।” তিনি এ মন্তব্যটি করেন, দেশের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না, এবং তারা সাম্যের কথা, সম্ভাবনার কথা, এবং স্বপ্নের কথা বলতে চান।

এছাড়া, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে বিভাজনের রাজনীতি দীর্ঘদিন ধরে চালু ছিল, কিন্তু তাদের লক্ষ্য এখন একতার রাজনীতি গড়ে তোলা। তিনি বলেন, বাংলাদেশের গণভবনে কারা যাবে, তা ভারতের হাতে হবে না, বরং বাংলাদেশ থেকে তা নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জাতি হিসেবে আমরা এখনও গড়ে উঠতে পারিনি, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। তবে, তরুণরা সেই দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করবে।

দলটির নেতারা দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং বিদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে, তারা বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তবে কোনো ধরনের বাহ্যিক চাপ বা প্রেসক্রিপশনকে তারা মানবে না।

ইবাংলা বাএ