ইউক্রেনকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা প্রদান করবে না বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এছাড়াও যদি অন্য কোনো দেশ ইউক্রেনকে সহায়তা করতে চায়, তাহলে স্লোভাকিয়া তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিকো পোস্ট করে লিখেছেন, তার সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
স্লোভাকিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি সংশয় প্রকাশ করছে। তার মতে, ইউক্রেন কখনোই এত শক্তিশালী হবে না যে, দেশটি নিজের সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে কোনো শান্তি আলোচনা করতে পারবে।
ফিকো মনে করেন, ইউক্রেনের সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা সম্ভব নয়। ফিকো তার দেশের পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের সিদ্ধান্তে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে, ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাস পরিবহনের পথ পুনরায় চালু করতে হবে।