আগামি ১৫ মার্চ ২০২৫ তারিখে সারা বিশ্বে ইসলামোফোবিয়া বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হবে। এ দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস লিখিত বার্তা প্রদান করেছেন।
আরও পড়ুন…সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ঈদে অগ্রিম বেতন
রোববার (৯ মার্চ) জাতিসংঘ ঢাকা তথ্য কেন্দ্রের মাধ্যমে দিবসটির জন্য গণমাধ্যমে লিখিত আকারে মহাসচিবের বার্তাটি প্রদান করা হয়। বার্তায় মহাসচিব বলেন-
বিশ্বজুড়ে মুসলিমরা যখন পবিত্র রমজান মাস পালন করতে একত্রিত হন, অনেকেই এটি ভয় ও শঙ্কার মধ্যে পালন করেন – বৈষম্য, বর্জন এবং এমনকি সহিংসতার ভয়ে।
আমরা মুসলিম বিরোধী ঘৃণার বিরক্তিকর বৃদ্ধি দেখতে পাচ্ছি: জাতিগত প্রোফাইলিং এবং বৈষম্যমূলক নীতিমালা থেকে যা মানবাধিকার এবং মর্যাদার লঙ্ঘন করে, সরাসরি সহিংসতা যা ব্যক্তি ও উপাসনালয়ে আক্রমণ করে।
এটি এক বিস্তৃত অসহিষ্ণুতা, চরমপন্থী মতাদর্শ এবং ধর্মীয় গোষ্ঠী ও দুর্বল জনগণের উপর আক্রমণের একটি অংশ। যখন একটি গোষ্ঠী আক্রমণ করা হয়, তখন সকলের অধিকার এবং স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে। বিশ্ববাসী হিসেবে, আমাদের ঘৃণা ও বৈষম্যকে অস্বীকার এবং নির্মূল করতে হবে। সরকারগুলোকে সামাজিক ঐক্য সৃষ্টি করতে এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হবে।
অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ঘৃণাত্মক বক্তব্য এবং হয়রানি প্রতিরোধ করতে হবে। এবং আমাদের সবাইকে ঘৃণা, দেশবিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
এই ইসলামোফোবিয়া বিরোধী আন্তর্জাতিক দিবসে, আসুন আমরা একত্রিত হয়ে সাম্য, মানবাধিকার এবং মর্যাদা রক্ষার জন্য কাজ করি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করি যেখানে সবাই, তাদের ধর্ম নির্বিশেষে, শান্তি এবং ঐক্যপূর্ণভাবে বসবাস করতে পারে।
ইবাংলা বাএ