চাকমা দাদু কর্তৃক ৩ বছরের নাতনী ধর্ষণের শিকার

আলমগীর মানিক, রাঙামাটি

রাঙামাটি শহরের উপজাতীয় দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এই ঘটনা ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে ধর্ষক সুবাস কুমার চাকমা (৬০)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনায় নিপীড়ক সুবাস কুমার চাকমা গ্রেফতার পরবর্তী তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার সকালে শহরের ভেদভেদী এলাকার মৌনতলায় এ ঘটনাটি ঘটে। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কারণে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। পুলিশ ও হাসপাতাল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভুক্তোভোগীর মা জানা বলেন, আমার শ্বশুর খুব খারাপ ও অসভ্য লোক। সব সময় মদ্যপ হয়ে আমার সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেন। এ ঘটনায় আমি ন্যায়বিচার চাই। চিকিৎসকরা জানান, শিশুটির যৌনাঙ্গে মারাত্মক ক্ষত হয়েছে। প্রাথমিক পরীক্ষা অনুযায়ী শিশুটির বিশেষ অঙ্গে আঙুল দিয়ে নিপীড়নের তথ্য পাওয়া গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটিকে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইবাংলা/ বাএ

ধর্ষণেরনাতনীশিকার