সম্প্রতি বাংলাদেশের নির্বাচন এবং অন্যান্য বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য সার্বভৌত্বের আঘাতের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এসব মন্তব্য আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের এ ধরনের মন্তব্য অন্যদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রফিকুল আলম আরো বলেন, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ জোরালো প্রতিবাদ জানিয়েছে। ফারাক্কার চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ করা হচ্ছে। তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময়, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে দেখছে এবং তাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এসব আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অন্যদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। আশা করা হচ্ছে, ভারত এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে।