ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। তার বয়স হয়েছিল ৭১ বছর।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই প্রখ্যাত শিক্ষক আজীবন শিক্ষার প্রসারে কাজ করে গেছেন। শিক্ষা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক এবং গণমাধ্যম বিশ্লেষক। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
আরও পড়ুন…জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছেছেন
তার ভাই আতিকুল্লাহ সিদ্দিক জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
পরিবার সূত্রে জানা গেছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গেল ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সততা, মানবিকতা ও দায়িত্বশীলতা শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ হারাল এক গুণী শিক্ষককে, আর শিক্ষার্থীরা হারালেন তাদের প্রিয় পথপ্রদর্শককে।