বিএনপির সঙ্গে বৈঠক দুপুরে জাতিসংঘ মহাসচিবের

ইবাংলা ডেস্ক

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সব ঠিক থাকলে আজ তার সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৪ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।শায়রুল কবির খান আরও বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা এসে পৌঁছান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ইবাংলা বাএ

জাতিসংঘদুপুরেমহাসচিবের