উন্নত চিকিৎসার জন্যে তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

ইবাংলা ডেস্কg

শঙ্কা কেটে যাওয়ায় সাভার থেকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। এর মাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে দেশসেরা এই ওপেনারকে। থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করেছেন তিনি।

বিপিএলে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার শিরোপা এনে দিয়েছেন তামিম। তাই থাইল্যান্ডে তামিমের সঙ্গে যাওয়ার কথা জানিয়েছেন দলটির কর্ণধার মিজানুর রহমান। তিনি বলেন, থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।

এদিকে গতকাল রাতে তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশেও নেওয়া হতে পারে।

আরও পড়ুন…দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল

প্রসঙ্গত, গতকাল (সোমবার) সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তিনি। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে আবারও বিকেএসপিতে ফিরে আসেন এই ক্রিকেটার।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

ইবাংলা বাএ

তামিমকেদেশেরনেওয়ারপরিকল্পনাবাইরে