প্রতি বছরের ন্যায় এই বছরেও ভিন্ন ধর্মী ঈদ উপহার বিতরণ করেছে মেঘনা বাংলাদেশ। মেঘনা গ্রুপের কর্ণধার মিজানুর রহমান ভুঁইয়া তার শখের খামারের গরু জবাই করে ঈদের আগেই বোনাসের সাথে সকল কর্মকর্তা কে গরুর মাংস উপহার দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এই বছরেও সকল কর্মীদের মাঝে গরু জবাই দিয়ে কর্মীদের মাঝে বিতরণ করেছে দেশের প্রথম শ্রেণীর এই প্রতিষ্ঠান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, মেঘনা গ্রুপ প্রতি বছর ঈদ উপলক্ষে কর্মীদের জন্য বিভিন্ন খাদ্যপণ্য উপহার দিয়ে থাকে, যার মধ্যে রয়েছে গুড়া দুধ, চিনি, পোলাও চাল, তেল, ঘি, সেমাইসহ আরও অনেক কিছু। ২০২৫ সালের ঈদেও, যেমনটি পূর্বে ছিল, এবারও এই উপহার প্যাকেজ কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে, যা তাদের আনন্দিত ও কৃতজ্ঞ করেছে।
এই বছরেও ঈদ উপহার বিতরণের তত্ত্বাবধানে ছিলেন মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (C.E.O), জনাব লুৎফুল বারী। তাঁর সঞ্চালনায়, মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক- বিপণন, জনাব মোস্তাফিজুর রহমান, এবং মহাব্যবস্থাপকদ্বয়, জনাব আবু সায়েম ও ইস্রাফিল হোসেন সাজু, এবং খান শামিম আহম্মেদ, মহাব্যবস্থাপক, একাউন্ট ও ফিন্যান্স (মেটাল ডিপার্টমেন্ট), একযোগে এই কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। পুরো আয়োজনের সফল বাস্তবায়নে এবং তত্ত্বাবধানে ছিলেন উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, নিরাপত্তা বিভাগের প্রধান, যাঁর কঠোর মনোযোগ ও নিষ্ঠা এই মহতী উদ্যোগকে সমৃদ্ধ করেছে।
মেঘনা গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। ২০২০ সালের করোনাকালিন সময়ে খবরটি সকলের নজর কাড়ে। শুধুমাত্র সাইকেল দিয়েই মেঘনা গ্রুপের হাত ধরে বাংলাদেশ ইউরোপ জয় করেছে। বাংলাদেশে রপ্তানিতে স্বর্ণ, রৌপ্য, সব মেডেল মেঘনা অর্জন করেছে- কয়েকটি বিভাগে।
অনেকে কর্মকর্তাই স্বত্বাধিকারি মিজানুর রহমান ভুঁইয়া, তার বড় সন্তান মাহিন ভুঁইয়ার কল্যাণ কামনা-এবং এই পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন। ঈদ বোনাসে মেঘনা গ্রুপের মিজানুর রহমান তার ফ্রন্টলাইনের নায়কদের সাথে তার আনন্দ ভাগ করে নিচ্ছেন।
উনি যাকাত ফান্ড থেকে অনেক কর্মচারীদের মোটা অঙ্কের টাকা সাহায্য করে স্থায়িভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যা আসল যাকাতের নিয়ম অনুসরণ করে। উৎফুল্ল কর্মকর্তাদের অনেকেই আগ বাড়িয়ে তথ্য জানান তাদের স্বত্বাধিকারি কর্মকর্তা নয়, কর্মচারীদের বেতনভাতা আগে বাড়ীয়ে দিয়েছেন।
মেঘনা গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। এ গ্রুপের অধীনে রয়েছে নানা ধরনের সেক্টর, যেমন অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং (বাইসাইকেল), প্যাকেজিং, মেলামাইন, টেক্সটাইল এবং আরও অনেক। মেঘনা গ্রুপটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের সফল উদ্যোক্তা আব্দুল খালেক ভূঁইয়া ১৯৬৫ সালে। পরবর্তীতে তার দক্ষ সন্তান, জনাব মিজানুর রহমান ভূঁইয়া, গ্রুপের নেতৃত্ব গ্রহণ করেন এবং তাঁর প্রতিভাবান পরিচালনায় প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় গ্রুপ কোম্পানিতে পরিণত হয়।
মেঘনা গ্রুপ শুধুমাত্র বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বাজারেও একটি শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠিত করেছে। মেঘনা গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বিক্রির পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপের অনেক দেশে বিক্রি হয় বলে জানা গেছে। তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারকদের মধ্যে একটি যা ইউরোপের উচ্চ পর্যায়ের ফ্যাশন ব্র্যান্ডগুলিতে রপ্তানি করে।