নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল পাকিস্তান। কিন্তু ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ম্যান ইন গ্রিনরা। সেখানেও ব্যর্থ হয়েছে বাবর রিজওয়ানরা। বিপরীতে ঘরের মাঠে দাপট দেখিয়ে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা।
বুধবার (২ মার্চ) হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে মাত্র ২০৮ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। এতে ৮৪ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ৩২ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে পাকিস্তানকে গর্তের কিনারা থেকে টেনে সরিয়েছেন ফাহিম আশরাফ ও নাসিম শাহ।
আরও পড়ুন…হাসনাত-সারজিস ছাত্রলীগ থেকে নতুন দলে এসেছে: ইসমাইল সম্রাট
ফাহিমের ৮০ বলে ৭৩ রানের লড়াকু শেষ হয় বেন সিয়ার্সের বলে হের হাতে ক্যাচ হয়ে। শেষ উইকেটে সুফিয়ান মুকিমের সঙ্গে ৩৪ রানের জুটি করে ফিফটি পূর্ণ করেন নাসিম। এতে ২০০ রানের গন্ডি পার হয় পাকিস্তান। ৪৪ বলে ৫১ রান করে আউট হন নাসিম।
এদিকে নিউজিল্যান্ডের বড় পুঁজি গড়ার পথে কার্যকর অবদান মিচেল হের। ৭৮ বলে হার না মানা ৯৯ রান (৭টি করে চার ও ছক্কা) করেন তিনি। এ ছাড়া অভিষেকে (প্রথম ওয়ানডে) চমক দেখানো পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আব্বাস আজ করেছেন ৬৬ বলে ৪১ রান।
তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে। পাকিস্তানি ফিল্ডাররা নিউজিল্যান্ডকে বাড়তি ৩২ রান উপহার দিয়েছেন। আর ওপেনার নিক হিলি ২৩ বলে ৩১ ও হেনরি নিকোলস ৩২ বলে ২২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।