১ যুগ পর রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী এপ্রিলে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাক সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান।সংবাদ মাধ্যমটি বলেছে, দেশ দু’টির রাজনৈতিক সংলাপ ২০২৫ সালের এপ্রিলে নির্ধারিত হয়েছে। উভয় পক্ষই দীর্ঘ সময়ের পর ভবিষ্যত রাজনৈতিক কৌশল তৈরিতে প্রস্তুত। এর আগে ২০১২ সালে দুই দেশের মধ্যে সর্বশেষ আলাপ হয়েছিল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আসন্ন বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এই গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।

আরও পড়ুন…ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার যুগের অবসানের পর দুই পক্ষের মধ্যে সম্পর্কের নতুন বিকাশ দেখছে দেশটি। বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় প্রভাব হ্রাস করেছেন। একইসঙ্গে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার বৈদেশিক নীতি পরিবর্তন করেছেন।

বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও চাইছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সম্ভাব্যভাবে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে পরিচালিত করবে। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ইবাংলা বাএ

রাজনৈতিকসংলাপে