ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে নতুন শুল্ক ঘোষণার পর থেকেই ধস নেমেছে শেয়ার বাজারে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন করে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনার জন্য লাগাতার ফোন আসছে হোয়াইট হাউসে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, ইইউ সমানুপাতিক হারে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছে। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুল্ক কমানোর আর্জি জানাবেন বলে জানা গেছে।
এরমধ্যেই ট্রাম্প জানিয়েছেন, চীন, ইইউ এবং অন্যান্য দেশের সঙ্গে ‘বিশাল আর্থিক ঘাটতি’ মেটানোর জন্য শুল্ক আরোপই একমাত্র পথ। তিনি জানান, ইতিমধ্যেই নতুন শুল্ক চালু হয়ে গেছে।
এটি একটি দেখবার মতো সুন্দর জিনিস। তিনি আগের প্রেসিডেন্ট বাইডেনের সময়ের তৈরি ঘাটতি খুব দ্রুত মিটে যাবে বলেও দাবি করেছেন। ট্রাম্প বলেন, কেউ কেউ বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের জন্য এই নতুন শুল্ক খুব ভালো জিনিস।
আরও পড়ুন…গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ চলছে, নিহত অর্ধশতাধিক
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর থেকেই ধস নেমেছে ওয়াল স্ট্রিটসহ অন্যান্য শেয়ার বাজারে। রোববার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক ছিল নিম্নমুখি। স্বভাবতই, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ওয়াল স্ট্রিট আরও রক্তক্ষরণ দেখবে বলেই মনে করা হচ্ছে।
লেনদেন শুরু হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ডাও জোন্স তিন দশমিক ৫৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক তিন দশমিক ৮৫ শতাংশ নিচে নামতে দেখা যায়।
ট্রাম্পের শুল্ক ঘোষণার পরে মাত্র দুই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১০ দশমিক পাঁচ শতাংশ পড়েছে। মার্চ ২০২০-এর পর এটাই সব থেকে বড় পতন। এর ফলে এসঅ্যান্ডপি বাজার থেকে প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার লোকসান করলো।
অন্যদিকে, ডিসেম্বরে রেকর্ড উচ্চতায় যাওয়ার পর নাসডাক প্রায় ২০ শতাংশ পড়েছে। বৃহস্পতি এবং শুক্রবারে একই সঙ্গে ধস নামতে দেখা গেছে সারা পৃথিবীর শেয়ার বাজারে। রোববার সৌদি আরবের সূচক ৮০০ পয়েন্ট পড়ে প্রায় সাত শতাংশ নেমেছে।
এই অবস্থায় সোমবারের দিকে তাকিয়ে সারা পৃথিবী। কারও মতে শেয়ার বাজার নিজের নিয়েমেই উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আবার কেউ ভাবছেন এই পতন আগামী বেশ কিছু দিন চলতে থাকবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতে, পরিচিত পৃথিবীর দিন শেষ। ট্রাম্পের নতুন আরোপে পৃথিবীর মূলগত পটপরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। সানডে টেলিগ্রাফ পত্রিকার উত্তর সম্পাদকীয়তে তিনি জানান, নতুন পৃথিবী প্রথাগত নিয়মের দ্বারা পরিচালিত হবে না। বরং নতুন জোট এবং চুক্তি দ্বারা পরিচালিত হবে।