টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক।বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাতভর এই অভিযান চালানো হয়।
আটকরা হলেন—শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও মো. নূর ইসলাম (২৭)।অভিযানে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, ১৯৫ গ্রাম হিরোইন ও মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শাহরিয়ার বিভিন্ন সময় অস্ত্রসহ মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চারের জন্য শোডাউন করেন। একই সঙ্গে তিনি মাজার বস্তিতে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করেন।
আরও পড়ুন…যেসব অঞ্চলে ঝড় হতে পারে দুপুরের মধ্যে
এর আগে যৌথ বাহিনীর অভিযানের সময় পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপর আবার নতুন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানাধীন সেনাকল্যাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এরপর তার মোবাইলে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্র্যাপ ও বিপুল পরিমাণ টাকার ভিডিও-ছবি পাওয়া যায়। এর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক। উদ্ধার রিভলভারটি ভারতে স্থানীয়ভাবে তৈরি। এটি মাদক সম্রাট রবিউল ইসলাম কিং বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায়।