সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে প্রথমদিনের এস.এস.সি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলায় এবার সর্বমোট ৩৫ কেন্দ্রে ৭৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও প্রথমদিনের পরীক্ষায় ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তারমধ্যে সাধারণে ৪৭ ছাত্রী ১৪ ছাত্র, ভোকেশনালে ৬ ছাত্রী ও ২ ছাত্র এবং মাদ্রাসায় ৬ ছাত্রী ও ৩ ছাত্র পরীক্ষায় অংশ নেয়নি।
এবার এস.এস.সি পরীক্ষায় মেয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বেশি; প্রথমদিনে ৫৯ জন মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবা প্রথমদিনে কোনো শিক্ষার্থী বহিস্কার হয়নি বলে জানাগেছে।
বৃহস্পতিবার প্রথমদিনে সাধারণ শিক্ষায় ২১ বিদ্যালয়ে ২১টি কেন্দ্রে মোট ৬১৫১ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬০৯০জন, অনুপস্থিত ছিলো ৬১ পরীক্ষার্থী।এস.এস.সি ভোকেশনালে ৯ শিক্ষা প্রতিষ্ঠানের ৯ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৭৫৫ জনের মধ্যে অংশগ্রহণ করেছে ৭৪৭, অনুপস্থিত ছিলো ৮ পরীক্ষার্থী।এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ কেন্দ্রের মোট ৪৭৮ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৪৬৯ জন। এতে অনুপস্থিত ছিলো ৯ পরীক্ষার্থী।
রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে আজকে রাঙামাটিতে অনুষ্টিত এস.এস.সি পরীক্ষায়, রাঙামাটি সদর উপজেলাধীন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৩ ছাত্র ও ৩২৪ ছাত্রী নিয়ে মোট-৩৮৭ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র ও ৭ ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি।
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র-২০৭ ও ২২৫ ছাত্রীসহ ৪৩২ পরীক্ষার্থীর মধ্যে ৩ ছাত্রী অনুপস্থিত ছিলো। রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫০ ছাত্র ও ৩২৫ ছাত্রী নিয়ে মোট ৭৭৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩ ছাত্র ও ৪ ছাত্রী।
কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৫ ছাত্রী ও ২৫৯ ছাত্রীসহ মোট ৪৩৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২ ছাত্র ও ৩ ছাত্রী। বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৫ ছাত্র ও ২০০ ছাত্রী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩ ছাত্রী।
কাপ্তাই উপজেলাধীন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯ ছাত্র ও ১০৪ ছাত্রীসহ মোট ১৯৩ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র ও ২ ছাত্রী অংশ নেয়নি; কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৯ ছাত্র ও ১৭৮ ছাত্রীসহ মোট ৩৪৭ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী অনুপস্থিত ছিলো। বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১১ ছাত্র ও ১২৪ ছাত্রীসহ মোট ২৩৫ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র ও ৪ ছাত্রী অংশগ্রহণ করেনি।
আরও পড়ুন…চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৯ ছাত্র ও ৮৬ ছাত্রীসহ মোট ১৮৫ পরীক্ষার্থীর মধ্যে ২ ছাত্র ও ২ ছাত্রী অনুপস্থিত ছিলো। বিলাইছড়ি উপজেলাধীন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৩ ছাত্র ও ১১০ ছাত্রীসহ মোট ২৩৩ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
নানিয়ারচর উপজেলাধীন নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৩ ছাত্র ও ২২০ ছাত্রীসহ মোট ৩৯৩ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী ও ৫ ছাত্র অনুপস্থিত ছিলো। বেতছড়ি জেনারেল ওসমানি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮ ছাত্র ১০৭ ছাত্রীসহ মোট ১৭৫ জনের মধ্যে ১ ছাত্রী কেন্দ্রে অনুপস্থিত ছিলো।
বরকল উপজেলাধীন বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০২ ছাত্র ও ১৩২ ছাত্রীসহ মোট ২৩৪ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র অনুপস্থিত ছিলো। সুবলং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬ ছাত্র ও ৫৮ ছাত্রীসহ মোট ১১৪ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র ও ৩ ছাত্রী অনুপস্থিত ছিলো।জুড়াছড়ি উপজেলাধীন ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯ ছাত্র ও ৯৬ ছাত্রীসহ মোট ১৭৫ জনের মধ্যে ১ ছাত্রী পরীক্ষার্থী অংশ নেয়নি।
লংগদু উপজেলাধীন লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০০ ছাত্র ও ১৪২ ছাত্রীসহ মোট ২৪২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১ ছাত্রী। লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৩ ছাত্র ও ১৫৪ ছাত্রীসহ ২৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪ ছাত্রী।
বাঘাইছড়ি উপজেলাধীন কাচালং মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৪ ছাত্র ও ১১১ ছাত্রীসহ মোট ২৪৫ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি।
রূপালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৪ ছাত্র ও ৯০ ছাত্রীসহ মোট ১৭৪ পরীক্ষার্থী, শিজকমুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯৭ ছাত্র ও ২২৪ ছাত্রী পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী অনুপস্থিত ছিলো। বাঘাইহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯ ছাত্র ও ৭৬ ছাত্রীসহ মোট ১৪৫ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র ও ১ ছাত্রী অনুপস্থিত ছিলো।
অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পোয়া পাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪ ছাত্র ও ২৯ ছাত্রীসহ মোট ৯৩ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী অনুপস্থিত ছিলো, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ ছাত্র ও ২৯ ছাত্রীসহ মোট অংশ নিয়েছে ৫৭ পরীক্ষার্থী।
টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউট কেন্দ্রে ১৪৫ ছাত্র ও ১১২ ছাত্রীসহ মোট ২৫৭ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী অনুপস্থিত ছিলো। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫ ছাত্র ও ৫০ ছাত্রীসহ মোট ১০৫ পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্র ও ২ ছাত্রী অংশ নেয়নি।