বাংলাদেশের পাসপোর্টে ফিরে এলো ‘একসেপ্ট ইসরায়েল

ইবাংলা ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল করা হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক উপসচিব নীলিমা আফরোজের সই করা এক আদেশে এই তথ্য জানা গেছে। গত ৭ এপ্রিল এই আদেশ দেয়া হলেও রোববার (১৩ এপ্রিল) বিষয়টি প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন…আত্মসমর্পণের নির্দেশ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে

‘বাংলাদেশি পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল’ শিরোনামে উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইবাংলা বাএ

ইসরায়েলএকসেপ্টএলোপাসপোর্টেফিরে