আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ইবাংলা ডেস্ক

বৈশাখের শুরু থেকে বৃষ্টি হলেও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি হয়নি। শুক্রবার (১৮ এপ্রিল) ছুটির দিন হলেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে একিউআই সূচক।আজ স্কুল-কলেজ ও ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সড়কে যানবাহনের সংখ্যা কম।

তারপরও বায়ুদূষণ তালিকায় শীর্ষ তিনে রাজধানী ঢাকা। আর এক নম্বরে রয়েছে সেনেগালের ডাকার। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে থাকা ডাকারের স্কোর ২৭৫ অর্থাৎ ডাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৬৩ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।তৃতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ১৬০ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এখানকার বাতাস। এরপরে রয়েছে ভারতের দিল্লি।

আরও পড়ুন…দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

যখন দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ইবাংলা বাএ

অস্বাস্থ্যকরঢাকারবাতাস