বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলো বাংলাদেশের

ক্রীড়াঙ্গন ডেস্ক

পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেও সরাসরি বিশ্বকাপে উঠে যেত বাংলাদেশ নারী দল। তবে সেই দুই ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি টাইগ্রেসরা। তবে এরপরেও বিশ্বকাপে জায়গা পেয়েছে নিগার সুলতানার দল।
সব শঙ্কা উড়িয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলো বাংলাদেশের

শনিবার (১৯ এপ্রিল) নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর হারের পর টাইগ্রেসরা তাকিয়ে ছিল থাইল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। কারণ বিশ্বকাপ নিশ্চিতের জন্য উইন্ডিজের সামনে যে সমীকরণ আছে, সেটি তারা মেলাতে না পারলেই টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন…নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই:নজরুল ইসলাম

উইন্ডিজের সামনে সমীকরণটা ছিল পাহাড়সমান। নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভার ১ বলে তাড়া করতে হতো উইন্ডিজকে। তবে রান টাই করার পর শেষ বলে ছয় হাঁকানোর সাপেক্ষে সেই লক্ষ্যমাত্রা ১১ ওভার হতে পারে।

অসম্ভবপ্রায় এই লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভার ৫ বলের মধ্যে জিতেছে উইন্ডিজ। ছক্কা মেরেই জিতেছে তারা। তবে সেই ছক্কাটা মারতে হতো ম্যাচ টাই হওয়ার পর। আর এই সূক্ষ্ম কারণে অসম্ভবপ্রায় রান তাড়া করেও বিশ্বকাপে যেতে পারল না হিলি ম্যাথুজের দল।

লাহোরে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতেছে উইন্ডিজ নারী দল। দানবীয় ব্যাটিং করেছেন অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ২ ছক্কা ও ১১ চারে ২৯ বলে ৭০ রান করেছেন ম্যাথুজ। হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বলে করেন ৪৮। দুজনের কঠোর প্রচেষ্টার পরেও নেট রান রেটের হিসেবে একটুখানি পিছিয়ে থাকায় বিশ্বকাপে যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।

ইবাংলা বাএ

জায়গানিশ্চিতবাংলাদেশেরবিশ্বকাপেহলো