রাঙামাটিতে ডেভিল হান্টে সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটিতে চর্টার সেলে নিয়ে নির্যাতনকারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুুর রহমান বাপ্পী(৩৪)কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকার সোমবার বিকালে রাঙামাটি শহরের প্রবেশমূখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলকার আব্দুল করিম বালির ছেলে হাবিবুুর রহমান বাপ্পী। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপি কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় একটি টর্চার সেল বানিয়ে স্থানীয় লোকজনকে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাতেন।

আরও পড়ুন…ইন্টারপোলের রেড নোটিশ জারি বেনজীরের বিরুদ্ধে

আদায় করতেন মোটা অংকের টাকা। আর টাকা দিতে অপারগতা শিকার করলে অমানবিক নির্যাতন চালাতেন। কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্ব জনতা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, সোমবার বিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রবেশমূখ মানিকছড়ি
পুলিশ চেকপোস্ট হতে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
ইবাংলা বাএ

গ্রেফতারছাত্রলীগনেতাবাপ্পি