মোদিকে নেতানিয়াহুর ফোন, কথা হলো পেহেলগামে বন্দুক হামলা ইস্যুতে

ইবাংলা ডেস্ক

হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছেন কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলা ইস্যু নিয়ে ফোন করেছেন নেতানিয়াহু।

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে সিন্ধু নদের পানি চুক্তি বালিতসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইসলামাবাদও পাল্টা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে এবং বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

আরও পড়ুন…যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত

এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দখলদার এ নেতা পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মোদিও হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি পোস্টে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী কাশ্মীরে হামলায় ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ইবাংলা বাএ

ইস্যুতেপেহেলগামেবন্দুকহামলা