রাঙামাটিতে পুলিশের অভিযানে ৮ মাসে ১৫ কোটি টাকার সিগারেট উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি

সীমান্ত দিয়ে শুল্কবিহীন অবৈধভাবে আনা বিদেশী সিগারেট পাচাঁরকারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নেমেছে রাঙামাটি জেলা পুলিশ। দুইদিনের ব্যবধানে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট জব্দের পাশাপাশি এই পাঁচারকাজে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো সুমিত্র চাকমা, মোজাম্মেল হোসেন রাজু ও রাজু বড়ুয়া।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন। তিনি জানান, অবৈধ সিগারেট মজুদ রেখে পাঁচারের চেষ্ঠা করছে একটি চক্র; সোর্সের মাধ্যমে এমন তথ্য পায় পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর সার্বিক নির্দেশনায় কোতয়ালী থানা ও ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান দিয়ে সুমিত্র চাকমাকে আটক করে তার দেয়া তথ্যানুসারে শহরের রিজার্ভ বাজারে অভিযান দিয়ে মহসিন কলোনীর মোজাম্মেল হোসেন রাজুর বাসা থেকে প্রায় ২০ লাখ টাকার বিদেশী সিগারেট উদ্ধার করে পুলিশ।

এই ঘটনার পর রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ আটককৃত মোজাম্মেল রাজুর দেয়া তথ্যানুসারে অভিযান পরিচালনা করে বহুল সমালোচিত রাজু বড়ুয়াকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার বাসিন্দা রাজু বড়ুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

কোতয়ালী থানা কর্তৃপক্ষ জানিয়েছে, শুল্কবিহীন অবৈধ সিগারেট প্রাপ্তির ঘটনায় আটককৃত তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন…শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ

শনিবার তাদের তিনজনকে রাঙামাটিস্থ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

রোববার পুলিশের পক্ষ থেকে আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আটককৃত রাজু বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন নিরাপত্তা বাহিনী, সংস্থার নাম বিক্রি করে অর্থ দাবিসহ সিগারেট ব্যবসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের নামে মানুষজনকে ফোন করে চাঁদা দাবি করতেও সিদ্ধহস্ত রাজু বড়ুয়া।

এদিকে, গত প্রায় আট মাসে শুধুমাত্র রাঙামাটি শহরে জেলা পুলিশের নেতৃত্বে কোতয়ালী থানা ও ডিবি পুলিশ প্রায় ১৫ কোটি টাকার বিদেশী সিগারেট আটক করেছে। এনিয়ে কোতয়ালী থানায় ৬টি ও ডিবি পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে ত্রিদেশীয় সীমান্ত অঞ্চল রাঙামাটি জেলা। তাই এই জেলার সীমান্ত চোরাচালান বন্ধে সরকারের বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত চোরাচালান বিরোধী টাস্কফোর্স থাকলেও এটি দিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে।

রাঙামাটি শহরেই জেলা পুলিশ কর্তৃক ৮ মাসে অন্তত ১৫ কোটি টাকার অবৈধ সিগারেট উদ্ধার করতে পারলেও অন্য সংস্থাগুলো সীমান্তে কি করছে এমন প্রশ্ন তুলছে অত্রাঞ্চলের সচেতন মহল।

ইবাংলা বাএ

উদ্ধারকোটিটাকারসিগারেট