নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রেফতার ঠেকাতে আইভীর বাড়ির পাশের রাস্তায় তারা বাঁশ, ভ্যানগাড়ি, বালু ফেলে সড়ক অবরোধ করে রাখেন।
রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখায় পুলিশ বাড়তি ফোর্স যুক্ত করে। পুরো এলাকা ঘিরে ফেলার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই আইভীর বাড়িতে প্রবেশ করে সেখানে অবস্থান নেন এবং ভোরে আইভীকে গ্রেফতার করে নিয়ে আসেন।
আরও পড়ুন…যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয় পাক-ভারত যুদ্ধ: যুক্তরাষ্ট্র
পুলিশ জানায়, সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা এবং হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতারের উদ্দেশ্য তার বাড়িতে অভিযান করা হয়।
শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন। তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।