আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ চলছে। শুক্রবার (৯ মে) দুপর ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ট্রাক দিয়ে নির্মাণ করা অস্থায়ী মঞ্চের সামনে আসতে থাকেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।এদিকে ঘোষিত এ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। এই এলাকার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সমাবেশ মঞ্চে অবস্থান করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ ছাড়া ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ সিবগা, ফরহাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন।
মঞ্চ থেকে স্লোগান দেওয়া হচ্ছে কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’ব্যান ব্যান আওয়ামী লীগ, ‘লীগ ধর জেলে ভর’ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর।
আরও পড়ুন…যা বলছে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।