সাভারে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভার ৫নং ওয়ার্ডে সাবেক এমপি সালাহউদ্দিন বাবুর বাড়ির সামনে শাহীন (২৮) নামক এক পরিবহন রং মিস্ত্রির মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোমবার (১৯ মে) রোববার (১৯ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আরিচা মহাসড়কে সাভার পাঁকিজা ফ্যাক্টরির বিপরীতে সন্ত্রাসীদের গুলিতে রংমিস্ত্রির মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুনফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক

সাভার আরিচা মহাসড়কের পাঁকিজা ফ্যাক্টরির বিপরীতে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর বাসার সামনের সড়কে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা গেছে।

নিহতের যুবকের নাম শাহিন(২৮)। তিনি পেশায় একজন পরিবহন রংমিস্ত্রি ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাহিন হেঁটে একটি দোকানের সামনে এসে দাঁড়ান। কিছুক্ষণ পর হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথা থেকে রক্ত ঝরতে থাকে। যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, শাহিন খুবই শান্ত ও নিরীহ স্বভাবের মানুষ ছিলেন। তার কারো সঙ্গে কোনো ঝামেলা বা শত্রুতা ছিল না। নিহত শাহিন সাভারের বলিয়াপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি সাভার রেডিও কলোনি এলাকায় ভাড়া থাকতেন এবং ইয়ামিন চত্তরের বোরুনের বাড়ির গ্যারেজে রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এছাড়াও ঘটনাস্থলে র‌্যানের উপস্থিতিও দেখা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা সাহিনকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

ইবাংলা/ বাএ