গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বেশ কয়েকটি বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
সোমবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন রুটে এ অভিযান চালানো হয়। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আরো কঠোর হওয়ার দাবি যাত্রীদের।
সরকার নতুন ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানছে না অধিকাংশ গণপরিবহন। যাত্রীদের জিম্মি করে তারা আদায় করছে অতিরিক্ত ভাড়া। নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ থেকে ১৫ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযানে নামে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর মতিঝিল ও রামপুরার বিভিন্ন স্থানে অভিযান চালান তারা।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। গত ৮ নভেম্বর থেকে রাজধানীসহ সারাদেশে সরকার নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হয়।
ইবাংলা /টিআর /১৫ নভেম্বর ২০২১