২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৫ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৪ নভেম্বর) ৪ জনের মারা যাওয়ার খবর জানিয়েছিল অধিদপ্তর। এদিন ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন: করোনায় আরও চার জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই পুরুষ। এরমধ্যে ঢাকায় ২ জন, চট্টগ্রাম ১ ও রাজশাহীতে ১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইবাংলা/ নাঈম/ ১৫ নভেম্বর, ২০২১

করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
Comments (0)
Add Comment