রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ঢেবাছড়ি এলাকায় সেনাবাহিনী ও র্যাব মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ১১টি গাঁজার খেত চিহ্নিত করে র্যাব-৭। সোমবার (১৫ নভেম্বর) ভোরে প্রায় ৫ একর গাঁজার বাগান ধ্বংস করেছে র্যাব।
এ সময় বাগান মালিক জ্যোতির্ময় চাকমাকে (৩৬) আটক করে র্যাব সদস্যরা। এ তথ্য নিশ্চিন্ত করেছেন চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফ. কর্ণেল এম এ ইউসুফ।
আরও পড়ুন : ৭টি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার
সেনাবাহিনী ও র্যাব মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ১১টি গাঁজার খেত চিহ্নিত করে। ধ্বংস করা গাঁজার পরিমাণ ৬ হাজার কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার বেশি।
এলাকাবাসী জানায়, জ্যোতিলাল চাকমা দীর্ঘদিন থেকে গোপনে গাঁজা চাষ করছিল। তাকে আটক ও গাঁজা ধ্বংস করায় যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী।
আরও পড়ুন : মায়ের কোলে সেই তিনটি ছানা
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৫ একর জমির গাঁজার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় গাঁজা চাষী জ্যোতির্ময় চাকমাকে আটক করা হয়। চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফ.কর্ণেল এম এ ইউসুফ জানান, বাগান মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইবাংলা/ এইচ / ১৫ নভেম্বর, ২০২১