আইসিসি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বযুদ্ধ। ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।
আরও পড়ুন: বাঘিনীদের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে এই টুর্নামেন্ট। সেগুলি হল, ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্ন। তার মধ্যে ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেডে হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হবে মেলবোর্নে।
২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচে রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক হয়েছিল।
ইবাংলা/ নাঈম/ ১৬ নভেম্বর, ২০২১