পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ দীর্ঘ প্রায় ২০ মাস পর মঙ্গলবার ( ১৬ নভেম্বর) থেকে খুলল। কলকাতা শহর থেকে জেলা-প্রতিটি প্রান্তেই শিক্ষার্থীদের কলতানে মুখরিত হয়ে উঠল স্কুল চত্বর। স্কুলে আবার বেজে উঠল ঘণ্টার ঢং ঢং আওয়াজ। শিক্ষার্থীরাও বলে উঠল ‘প্রেজেন্ট প্লিজ’।
প্রাথমিকভাবে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্কুলগুলিতে পাঠদান শুরু হয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতি খতিয়ে দেখে ছোটদেরও ক্লাস চালু করা হতে পারে।
প্রসঙ্গত, রাজ্যে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিতেই শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবেই ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। ফলে ক্লাস ও পরীক্ষা- উভয়ই হয়েছে অনলাইনে।
স্বভাবিকভাবে কতদিনে ফের শিক্ষার্থীরা ফের স্কুলের চৌহদ্দীর মধ্যে যেতে পারবেন তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনেই। এর মধ্যে গত অক্টোবর মাসে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পুনরায় খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের তরফেও স্কুল খোলার সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়।
ইবাংলা/ নাঈম/ ১৬ নভেম্বর, ২০২১