ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোলশূন্য ড্র

ক্রীড়া ডেস্ক :

লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা।  শক্তি আর কৌশলে দুই দলই প্রায় সমানে সমান।  ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই মর্যাদার মহালড়াই।  আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।

বুধবার (১৭ নভেম্বর) আর্জেন্টিনার সান জুয়ানে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হয় ম্যাচটি।  তবে এই ম্যাচে কেউ জেতেনি।  গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।

অবশ্য আগেই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল।  তাদের জন্য এই ম্যাচ ছিল কেবলই আনুষ্ঠানিকতা।  অন্যদিকে আর্জেন্টিনা এই ম্যাচে জয় পেলে তাদেরও কাতার বিশ্বকাপ নিশ্চিত হতো।  কিন্তু ড্র করায় তাদের অপেক্ষার প্রহর আরও বাড়ল।

১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল।  সমান ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

এদিন ৯০ মিনিটের খেলায় জালের দেখা পায়নি দুই দলের কেউ।  অথচ ফাউল হয়েছে সবমিলিয়ে ৪২টি।  দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে।  আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে ৪টি আর ব্রাজিল ৩টি।

ইবাংলা/এএমখান/১৭ নভেম্বর, ২০২১

আর্জেন্টিনাগোলশূন্য ড্রব্রাজিল
Comments (0)
Add Comment