খালেদা জিয়ার দায় সরকারকেই নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম জিয়া খুব হাইরিস্কে আছেন। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনকে চাপ তৈরি করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

এ সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার স্বাস্থ্যের কোনো সুখবর দিতে পারেননি।

হাসপাতাল থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না উপস্থিত সাংবাদিকদের বলেন, যে চিকিৎসা এখানে হচ্ছে, এটি কোনো চিকিৎসাই না। বাইরে নিয়ে উন্নত চিকিৎসা না দিয়ে এই রোগীকে এভাবে ফেলে রাখতে পারে না। দেশে যথাযথ চিকিৎসা হলে সরকারি দলের নেতারা কেন বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, বেগম জিয়া খুব হাইরিস্কে আছেন। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন চাপ তৈরি করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ইবাংলা /টিআর /১৭ নভেম্বর ২০২১

খালেদা জিয়া.সরকারসরকার
Comments (0)
Add Comment