পাইলটের দক্ষতায় বাঁচল ৭৪ প্রাণ

ইবাংলা ডেস্ক

ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। এসময় পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে যায় ৭৪ যাত্রীর প্রাণ। বুধবার (১৭ নভেম্বর) পৌনে ৭ টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ওই ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে বেঁকে যায় বিমানের সামনের চাকাটি। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিরাপদে ৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি অবতরণ করান নভোএয়ারের পাইলট।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব ঘোষ গণমাধ্যমকে বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় সামনের নোজ হুইল খোলার উপক্রম হয়। পরে পাইলট দক্ষতার সাথে নিরাপদে অবতরণ করান।

ইবাংলা/জেডআরসি/১৭ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment