কালভার্টের নিচে ৬৬ লাখ জাল টাকা!

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

বুধবার (১৭ নভেম্বর) রাতে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায় লালমনিরহাটের সদর উপজেলার কেন্দ্রীয় জেলখানা রোড এলাকার এক কালভার্টের নিজ থেকে এ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচে মাছ ধরতে যায় এক ব্যক্তি। সেখানে মাছ ধরার জন্য ফাঁদ পাততে গিয়ে কাঁদার মধ্যে হাত দিতেই একটি টাকার বান্ডিল উঠে আসে। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।

সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, রাতে ঘটনাস্থল থেকে ৬৬ বান্ডিল এক হাজার নোট উদ্ধার করি। টাকাগুলোর গায়ে লাকি কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার সংবলিত লেখা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার (১৭ নভেম্বর) রাতে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। তবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আবারও ওই জায়গায় অভিযান চালানো হবে। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা/টিপি/১৮ নভেম্বর২০২১

উদ্ধারজাল নোট
Comments (0)
Add Comment