‘খালেদার বিদেশে যাওয়ার সুযোগ নেই’

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রী এ কথা বলেন। বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবি জানানোর পরিপ্রেক্ষিতে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। এই ৪০১ ধারায় কোনো বিষয়ে নিষ্পত্তির পর আবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আইন মোতাবেক বলছি।

আইনমন্ত্রী আরও বলেন, বিষয়টি আমি আগেও বলেছি, পুরোনো কথাই বলছি। আইন মোতাবেক অত্যন্ত পরিষ্কার মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। যদিও তিনি সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইনে এর বাইরে আর কিছু নেই। উনারা বলছেন কিন্তু আইন দেখাতে পারবেন না। তাই আবেদন বিবেচনার প্রশ্নও নেই।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাতে তারা সন্তোষ্ট হোন আর না হোন।

ইবাংলা /টিআর /১৮ নভেম্বর ২০২১

অনুমতিখালেদাকেদেওয়ারনেইবিদেশেযাওয়ারসুযোগ
Comments (0)
Add Comment