চাঁদপুরে কৌশানি ফেরায় গোসল বন্ধ শান্ত খানের

তাসিন

চাঁদপুরে ‘প্রিয়া রে’ ছরি শুটিং এর জন্য শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় আসছেন টালিউড নায়িকা কৌশানি। ঢাকা থেকে সোজা চলে যাবেন চাঁদপুরে। সেখানে কাল থেকে ছবিটির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন তিনি। পূজন মজুমদার পরিচালিত ছবিটিতে কৌশানির নায়ক শান্ত খান।

এর আগে, চাঁদপুরে টানা ‘প্রিয়া রে’ ছবির টানা ৮ দিন শুটিং শেষ করে গত ৫ অক্টোবর কলকাতায় উড়াল দেন । যাওয়ার আগে জানান, ছবিটির বাকী ৫০ শতাংশ শুটিং করতে নভেম্বরে বাংলাদেশে আসতে হবে তার।

শুটিং শুরুর পর থেকেই চরিত্রের প্রয়োজনে নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে রাখাল চরিত্র ফুটিয়ে তুলতে গোসল না করে থাকতে হয় শান্ত খানকে। প্রথম লটের শুটিংয়ে চরিত্রের প্রয়োজনে ১৩ গোসল না করে থাকতে হয়েছে এই তরুণ নায়ককে। দ্বিতীয় লটের শুটিংয়েও তাকে গোসল না করে টানা ৭ দিন শুটিং করতে হবে বলে।

শান্ত বলেন, ‘প্রিয়ারে ছবিটির মূল কারিশমা হচ্ছে গল্প। এখানে আমরা যারা অভিনয় করছি তারা কেবল চরিত্রগুলোকে এগিয়ে নিচ্ছি। সেই চরিত্রের প্রয়োজনেই গোসল না করে থাকতে হয়েছে। প্রথম লটের ১৩ দিন গোসল না করে কেবল পারফিউম দিয়ে থাকতে হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেও পরিচালক পূজন ভাই শর্ত জুড়ে দিয়েছে এবারও গোসল করা যাবে না। চরিত্রটি ফুটিয়ে তুলতে পরিচালকের এ শর্ত আমাকে রাখতে হবে। এবারও টানা ৭দিন গোসল না করে থাকতে হবে।’

পুজন মজুমদারের প্রথম ছবি এটি। কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজনা করছে ছবিটি।

নির্মাতা বললেন, ‘প্রথম লটে মারামারি আর সংগ্রাম দেখানো হয়েছে। এই লটের শুটিংয়ে কৌশানির সেঙ্গ শান্তর রোমান্স করতে দেখা যাবে।’ প্রথম ছবি হলেও নির্মাণে কোনো প্রকার ছাড় দিচ্ছেন না। সবার থেকেই কাজের সেরাটা বের করে আনার চেষ্টা করছেন বলে জানালেন পূজন। নতুন বছরের ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা মাথায় নিয়েই চলছে এর নির্মাণ কাজ।

সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে।

‘প্রেম চোর’, ‘টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে শান্ত খানের। মুক্তির অপেক্ষায় আছে ‘বুবুজান’, ‘গ্যাং স্টার’ নামে আরও দুই সিনেমা। ওই দুটি সিনেমা মসলাদার বাণিজ্যিক ধারার। তবে ‘প্রিয়া রে’ সিনেমাটি পুরোপুরি গ্রামের আবহ বলে জানান শান্ত খান।

ইবাংলা /এইচ /১৮ নভেম্বর ২০২১

চাঁদপুরে কৌশানি-গোসল বন্ধ শান্ত খানের
Comments (0)
Add Comment