ইতিহাস গড়লেন রুবেল-দিয়া

ক্রীড়া ডেস্ক

এশিয়ান আর্চারি চ্যম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র দ্বৈতে রোপ্য জিতেছেন বাংলাদেশের দুই আর্চার দিয়া ও রুবেল। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আগে কখনও ফাইনালে খেলেনি বাংলাদেশ। নিজেদের মাঠে প্রথমবারের মতো সেই আক্ষেপ ঘুচেছে এবার। স্বর্ণ না হেরেও ইতিহাস গড়লেন রুবেল-দিয়া।

আরও পড়ুন: বাংলাদেশের প্রথম পদক

শুক্রবার (১৯ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ছিল ফেভারিট দক্ষিণ কোরিয়া। ফাইনালে কোরিয়ার কাছে হেরে গেছেন বাংলাদেশের আর্চার জুটি হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। বেলা সাড়ে ১১টায় রিকার্ভ দ্বৈত মিশ্র ইভেন্টে কোরিয়ার কাছে ১-৫ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের দিয়া-রুবেল।

স্বর্ণ না জিতলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাফল্য নিয়ে এসেছেন তারা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিয়েছেন এ জুটি। পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ।

ইবাংলা /টিআর /১৯  নভেম্বর ২০২১

ইতিহাসগড়লেনদিয়ারুবেল
Comments (0)
Add Comment