রাজধানীর বস্তিবাসিকে করোনা টিকার আওতায় আনতে কড়াইল বস্তিতে টিকা কার্যক্রম শুরু হয়। সংক্রমণ প্রতিরোধে রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে আজ। আগামী মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে পর্যায়ক্রমে অন্য বস্তিগুলোতে প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে টিকাদান কার্যক্রম পরিদর্শনের গিয়ে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, কড়াইল বস্তিতে আমাদের হিসাব ছিল এক লাখের মতো টিকা লাগবে, কিন্তু এখন বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখেছি যে, অনেক মানুষ ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নিয়েছেন।
আরো পড়ুন: পুলিশি অভিযানে গ্রেফতার ১২৪
তিনি আরো বলেন, অন্যান্য স্থানে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে শুক্রবারে টিকা কার্যক্রম বন্ধ থাকলেও বস্তিবাসীদের সুবিধার্থে তাদের আজও টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের এ কর্মকর্তা বলেন, আজ সারাদিন এখানে টিকা কার্যক্রম চলবে। সকালের দিকে অনেকটা ভিড় ছিল, এখন আবার অনেকটা ফাঁকা। আমরা অপেক্ষা করছি। আমাদের উদ্দেশ্য একটাই, এলাকার বাসিন্দারা যারা আছেন তাদের সবাইকে টিকার আওতায় আনা।
এর আগে গত মঙ্গলবার কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনতে কড়াইল বস্তিতে প্রথম এ কার্যক্রম চালু হয়।
ইবাংলা /টিপি /১৯ নভেম্বর ২০২১