ইভটিজিং এর দায়ে অটোচালকের ৩ মাসের জেল

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে দুই বান্ধবীকে ইভটিজিং এর দায়ে এক অটোচালককে গ্রেফতার করে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জানা যায়, অটোযোগে ঘুরতে বের হয়ে দুই বান্ধবী ওই অটোচালক দ্বারাই ইভটিজিং শিকার হয় তারা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার সময় শিবচর পৌর এলাকার কলেজ মোড় থেকে ২০ ও ২১ বছরের দুই বান্ধবী হিরু খানের অটো গাড়িতে করে পাঁচ্চর এলাকায় ঘুরতে যাচ্ছিলো কিন্তু মাঝ রাস্তায় অটো নষ্ট হয়েছে বলে গাড়ি থামিয়ে অটো চালক হিরু খান বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গিতে ইভটিজিং শুরু করে। এতে অটো চালকের সাথে তরুণীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নিয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পুলিশকে পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোচালক কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটো চালককে ৩ মাসের সাজা দেওয়া হয়।

ইবাংলা /টিপি /২০ নভেম্বর ২০২১

অটোচালকইভটিজিংকারাদন্ডগ্রেফতার
Comments (0)
Add Comment