জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের ক্রিকেটেই আছেন সাকিব, তামিমসহ ছয় ক্রিকেটার। বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকবেন। টেস্ট সিরিজের পর ফিরবেন আট জন।
শুধু ওয়ানডে সিরিজ খেলতে দলে যুক্ত হবেন তিনজন। আবার শুধু টি-টোয়েন্টি খেলতে যাবেন ৫ ক্রিকেটার। তাই তিন ফরম্যাটের জন্যই স্পেশালিস্টদের ওপর গুরুত্ব দিয়েছে বিসিবি।
সাকিব-তামিম। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন তিন ফরম্যাটেই। মাহমুদুল্লাহ টেস্ট থেকে বাদ পড়েছেন আগেই, রোডেশিয়ানদের বিপক্ষে খেলবেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে।
টি-টোয়েন্টি থেকে ছুটি নিয়ে মুশফিক খেলবেন টেস্ট আর ওয়ানডেতে। মুশির মতই সিনিয়র ক্রিকেটাররা নাকি বিশ্রাম চান জিম্বাবুয়ের বিপক্ষে চারদিকে ওঠা গুঞ্জনটা শেষমেস গুজবে পরিণত।
জুনিয়রদের মধ্যে ৩ ফরম্যাটই খেলবেন এমন ক্রিকেটার চারজন। লিটন, সোহানের সাথে দুই পেসার শরিফুল আর তাসকিন। টেস্টে স্পেশালিস্ট তৈরি করতে চায় বিসিবি। দল নির্বাচনে মানা হয়েছে সেই প্রক্রিয়া। ১৭ জনের দলে ৮ জনই ফিরে আসবেন শুধু টেস্ট খেলে।
শুধু ওয়ানডের জন্য স্কোয়াডে আছেন ৩ জন। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সৈকত-মিঠুন আর পেসার রুবেল হোসেন। ওয়ানডে বা টেস্টে নাই, শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ মিলেছে সৌম্যর।
টেস্ট আর ওয়ানডেতে মিরাজ-তাইজুল থাকলেও বিশ ওভারি ক্রিকেটে ওরা নাই, ডাক পড়েছে শেখ মাহেদি আর নাসুম আহমেদের। আছেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব।
৩ ফরম্যাট মিলিয়েই দলের একমাত্র নতুন মুখ টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া শামীম হোসেন পাটওয়ারী। ভিন্ন ভিন্ন ফরম্যাটে স্পেশালিস্টদের গুরুত্ব দিয়েই নির্বাচন করা হয়েছে দল। জিম্বাবুয়ে তাই যাচ্ছে টাইগারদের লম্বা বহর।
আই/ ৩এফ/ ২৩ জুন,২১