টি-২০ বিশ্বকাপ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের মাঠের নিরাপত্তাবেষ্টনি পেরিয়ে সোজা মোস্তাফিজের কাছে চলে যান এক ভক্ত। ঝুঁকে কাটার মাস্টারের পা ধরে সালাম করেন সেই ভক্তা। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো বাবোল ভেঙে যায়। বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে যান মাঠের বাইরে। কিন্তু মোস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান।
তবে বক্তা মাঠে প্রবেশ এটি নতুন নয়। মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম কিংবা সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি টপকে ভক্তের মাঠে প্রবেশের দৃশ্য পুরোনো হয়ে গেছে। তবে সেটি আবার মনে করিয়ে দিল বাংলাদেশ-পাকিস্তানের চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ব্যাটিং চলাকালীন ১৩তম ওভারের শেষ বলটা হবার পরই সবার চোখ নর্দার্ন গ্যালারির দিকে। গ্যালারি টপকে এক সমর্থকের ভোঁদৌড়। বেশ কয়েকজন মাঠ কর্মীকে পেছনে ফেলে বাউন্ডারি লাইন টপকে মাঠে প্রবেশ করে মোস্তাফিজুর রহমানের দিকে এগিয়ে গিয়ে বসে পড়েন। কুর্ণিশ করতে থাকেন মোস্তাফিজকে। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে নিয়ে যেতে লাগলে গ্যালারি ভরা দর্শককে হাত নাড়তে থাকেন ওই সমর্থক।
জৈব সুরক্ষা বলয়ের কঠিন দেওয়াল টপকে ওই সমর্থকের মাঠে প্রবেশে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের স্বাস্থ্য স্যুরক্ষা নিয়েও। এরপর মোস্তাফিজুর রহমান এক বল করে ছাড়েন মাঠ।
ইবাংলা / এইচ/ ২০ নভেম্বর, ২০২১