পঞ্চম ধাপের ভোটের তফসিল সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে পঞ্চম ধাপে ইউপির সাধারণ নির্বাচনের বিষয়টি এজেন্ডায় রাখা হয়েছে।

সভায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটের তারিখ ও কতোটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে ওই কমিশন সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

আরো পড়ুন: নামে-বেনামে নির্বাচন করছে বিএনপি

গত, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথমধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এর আগে, গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। ফলে শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।’

ইবাংলা /টিপি /২১ নভেম্বর ২০২১

ইউপি নির্বাচইসিথফসিল ঘোষণাপঞ্চম ধাপ
Comments (0)
Add Comment