নারী ক্রিকেট দলের পাকিস্তান বধ

ক্রীড়া ডেস্ক

নারী বিশ্বকাপের মূল আসরে উঠার লড়াইয়ে শুভসূচনা করেছে নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেই বাজিমাত করেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে রুমানা-জাহানারারা। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানি নারী দলের দেয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল আর হাতে রেখে ৭ উইকেট হারিয়ে পৌছে যায় লক্ষে।

হারারেতে সকালে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ব্যাট করার আমন্ত্রণ জানান  পাকিস্তানকে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তুলে পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন ঋতু মনি ও নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।

আরো পড়ুন: পাকিস্তানি পতাকা প্রদর্শন নিয়ে তোলপাড়

এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন (৯) রানের মাথায় সাজঘরে ফিরে যান। এরপর ৭০ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও ফারজানা হক। দলীয় ৮০ রানের মাথায় ৩১ (৬৭) রান করে বিদায় নেন শারমিন ।

এরপর অধিনায়ক নিগার সুলতানা ৪ রান করে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। এই চাপ কাটিয়ে উঠে ফারজানার ৪৫ (৯০) রানের ইনিংস আর রুমানা আহমেদের ব্যাটে। তবে বিপদের মুখে নিখুঁত ফিনিশিংয়ে ৪ বল আগে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলা রুমানা ও ১৩ বলে ১৮ রান করা ফাহিমা খাতুন।

উল্লেখ্য, সর্বশেষ চারটি ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে তিন জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ইবাংলা /টিপি /২১ নভেম্বর ২০২১

৩ উইকেটে জয়নারী বিশ্বকাপপাকিস্তানবাছাই পর্ব
Comments (0)
Add Comment