রাষ্ট্রক্ষমতায় ফিরলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে আবার ক্ষমতায় ফিরিয়ে এনেছে দেশটির সেনাবাহিনী। গত মাসে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীই তাকে ক্ষমতাচ্যুত করেছিল। খবর বিবিসির।

রোববার (২১ নভম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মি. হামদক – দেশটির সামরিক নেতাদের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে রাজনৈতিক বন্দীদের মুক্তিদান এবং টেকনোক্র্যাটদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠনের কথা আছে। এসময় তিনি দেশে চলমান সহিংস বিক্ষোভ অবসানেরও আহ্বান জানান।

অবশ্য সুদানের প্রধান বিরোধী জোট এফএফসির একাংশ হামদককে ক্ষমতায় ফিরিয়ে আনার এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে হামদকের মাথায় বন্দুক ধরে এ চুক্তি করানো হয়েছে। তাছাড়া রাজধানী খার্তুমসহ দেশটির বিভিন্ন শহরগুলোতে বিক্ষোভরতদের অনেকে বলছেন, সামরিক বাহিনীকে বিশ্বাস করা যায় না।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সামরিক বাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে দেশে জরুরি অবস্থা জারি করেছিল এবং তখন থেকে মি হামদক গৃহবন্দী ছিলেন। এর প্রতিবাদে যে গণবিক্ষোভ শুরু হয় তাতে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।

ইবাংলা /টিআর /২২ নভেম্বর ২০২১

প্রধানমন্ত্রীফিরলেনরাষ্ট্রক্ষমতায়
Comments (0)
Add Comment