‘যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুন কে খুঁজে না পাবে, ততক্ষন পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না।’নিজের ভেতরের আগুন খুঁজতে গিয়ে বাংলা-ভারতের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে বহু তেজদীপ্ত আগুনের সন্ধান এই জীবনে আমি পেয়েছি। তবে জন্মদেশের রাজধানী ঢাকার রাজপথে স্বয়ং আগুন খুঁজে পাবো তা কখনো ভাবিনি।
সে আগুন “নাসিম আনোয়ার” গণমাধ্যমের আনাচে-কানাচে তাঁকে নিয়ে ফিসফাস-গুজগাঁজ করে অনেকেই। কিন্তু মুখোমুখি লড়াই করার সাহস দেখলাম না কারো। বিগত বছরগুলোতে মিডিয়া জগতের হেন কোন রথীমহারথী নেই যাদের উদ্দেশ্যে তিনি দু-চার ঘাঁ কলম চালাননি। তবে অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে, নাসিম আনোয়ার এর লেখার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস সেইসব রথীমহারথী রা কখনোই করেন নি। করলেও তা ধোপে টেকেনি।
বাংলাদেশের বিধ্বস্ত বুদ্ধিজীবী সমাজের ধ্বংসস্তুপে জ্বলজ্বলে এক অগ্নিশিখা নাসিম আনোয়ার ভাই (মাঝে) এর সাথে এক স্মরণীয় মুহুর্তের সঙ্গি হলাম রাজধানীর এক রেস্টুরেন্টে। বলা যায় তাঁরই জোড়ালো আমন্ত্রণে সন্ধ্যাটুকু উপহার পেলাম। আমাকে আর অনুজ সাংবাদিক মোহাম্মদ আলী মিঠুলকে (ডানে) ভরপুর খাবারের মধ্যে বসিয়ে নিজে শুধু এককাপ চা নিয়ে বসলেন।
আমি খাবো কি, বিস্মিত চোখে দেখছিলাম আমার মতো সাধারন এক মানুষের প্রতি তাঁর বিনয় ও ভালোবাসার বহিঃপ্রকাশ। জিজ্ঞেস করলাম ভাই, “আপনার লেখায় এতো আগুন আসে কিভাবে?
সবিনয়ে বললেন,‘যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুন কে খুঁজে না পাবে, ততক্ষন পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না। আমি পাঁচ টাকার রংবাজ। তারই আগুন যারা সইতে না পারে তারা আবার কিসের মানুষ?’
বললাম, পাঁচ টাকার রংবাজ মানে কি ভাই? বিনীত হেসে বললেন ” পাঁচ টাকা দিলেই তো দোকানে একটা কলম পাওয়া যায়। আমার অস্ত্রের দাম তো ওটাই। অতএব আমি তো পাঁচ টাকারই রংবাজ”। পাঁচ টাকার রংবাজ নাসিম আনোয়ার ভাইকে আমার লাল সালাম।
লেখক: সাংবাদিক
ইবাংলা / নাঈম/ ২২ নভেম্বর ২০২১