রাজারবাগ পীরের সিন্ডিকেটে জমি না দিলেই মামলা
রাজধানীর রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন এলাকায় রবার বাগানসহ অন্তত সাত হাজার একর জমি রয়েছে। অভিযোগ রয়েছে, এ জমির সিংহভাগই জবরদখল করা। আর জবরদখলের কাজে পীর ও তার অনুসারীদের প্রধান হাতিয়ার হলো মিথ্যা…